Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২৪ ডিসেম্বর ২০২০

শীতবস্ত্র দিয়ে ১২০০ পরিবারের পাশে রুবেল

সংগৃহীত

সংগৃহীত

করোনাকালে খেলাধুলার পাশাপাশি নিজেদের অন্য রূপ দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুরু থেকেই অসংখ্য মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রায় সবাই। ব্যতিক্রম ছিলেন না রুবেল হোসেনও। শীতের এই সময়ে আবারো অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। 

বাগেরহাটে নিজ এলাকায় ১২০০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন রুবেল। বিষয়টি এই পেসার নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করেন রুবেল। সেখানে তিনি লেখেন, আসসালামু আলাইকুম....। করোনাকালীন শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। 

তিনি আরো লেখেন, আপনারা জানেন আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি। শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো। 

রুবেল আরো বলেন, চলতি শীতে আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আমার এই চেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম ভাইসহ তার সাথে সকল পুলিশ কর্মকর্তাদের। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়