Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২৪ ডিসেম্বর ২০২০

মোহামেডানকে ৩-০ গোলে হারাল আবাহনী

সংগৃহীত

সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ফেডারশন কাপ ফুটবলে শুভ সূচনা করল শক্তিশালী আবাহনী লিমিটেড। দুই দলের লড়াইয়ে সাদা-কালো শিবির পাত্তাই পায়নি আকাশি-নীলদের বিপক্ষে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-০ তে জিতে নিয়েছে আবাহনী।

ফেডারেশন কাপ দিয়েই শুরু হয়েছে নতুন মৌসুম। আবাহনী ও মোহামেডান আসর শুরু করল মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে।

ঢাকার ফুটবলে আবাহনী-মোহামেডান লড়াইয়ের পুরোনো ঝাঁজের ছিটেফোঁটাও আজ আর অবশিষ্ট নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন আর ঝংকার তোলে না ভক্তদের মনে। কিংবা এভাবেও বলা যায়, ভক্তদের উন্মাদনা ধরে রাখতে পারেনি ক্লাবগুলোই।

আবাহনী অবশ্য প্রতিবারই শক্তিশালী দল গড়ে যাচ্ছে। জিতে চলেছে শিরোপা। সেখানে মোহামেডানকে প্রতিবারই পাওয়া যায় মধ্যম সারির দল হিসেবে।

এরপরও দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইটির খোঁজ ঢাকার ফুটবলের নিয়মিত অনুরাগীরা রেখে থাকেন। এদিনও তাই গ্যালারিতে কিছু দর্শকের দেখা মেলে। যদিও করোনাবিধি খুব একটা মানতে দেখা যায়নি তাদের।

এদিন মাসিহ সাইঘানির গোলে আবাহনী এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন জুয়েল রানা। প্রথমার্ধের শেষ দিকের দুই গোল আদায় করে আবাহনী।

৪১তম মিনিটে রায়হান হাসানের ‘ট্রেডমার্ক’ থ্রোয়ে আফগানিস্তানের ডিফেন্ডার সাইঘানির হেড জালে জড়ায়। চার মিনিট পর নাবীব নেওয়াজ জীবনের চিপে সাইঘানি বাইসাইকেল কিক নেয়ার পর হেডে জাল খুঁজে নেন জুয়েল।

বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন জুয়েল। বাঁ দিক থেকে রায়হানের থ্রোয়ে বেলফোর্ট মাথা ছোঁয়ানোর পর দূরের পোস্টে থাকা জুয়েল নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। ৩-০ গোলে পিছিয়ে পড়ে মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।

ফেডারেশন কাপে রেকর্ড ১১ বার শিরোপা জিতেছে আবাহনী। মোহামেডান জিতেছে ১০ বার।

৪৭ বছরে পড়া আবাহনী-মোহামেডান লড়াইয়ের শেষটি হয়েছিল চলতি বছরের ৪ মার্চ। প্রিমিয়ার লিগের সে ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আবাহনী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়