স্পোর্টস ডেস্ক
মেসি-রোনালদো-সালাহদের বড়দিন
সংগৃহীত
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। করোনার কারণে সীমিত আকারে উদযাপন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই তালিকায় আছেন মেসি-রোনালদো-সালাহরা।
দেশে স্ত্রী-সন্তানকে নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন বার্সেলোনা তারকা লিওয়েন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি-রোকুজ্জো দম্পতির এমন একটি ছবি ভাসছে। সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
বড়দিনের উৎসব বরাবরই উপভোগ করেন । এবার করোনা মহামারির কারণে সবাইকে অবশ্য সাবধান থাকতে হচ্ছে। কিন্তু ঘরে বসে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি জুভেন্টাসের পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রামে সবার সুস্বাস্থ্য কামনা করে রোনালদো লিখেছেন, ‘শুভ বড়দিন! ভালোবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা রইল’।
লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ পরিবার নিয়ে ক্রিসমাস ট্রি-র পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে ক্রিসমাস ট্রি-র ইমো পোস্ট করেন তিনি।
পিএসজি তারকা নেইমার বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন একটু ব্যতিক্রমভাবে। স্পেসস্যুট পরা ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘শুভ বড়দিন, সাহসীরা!’
রবার্ট লেভানডফস্কি, থিয়াগো আলকান্ত্রা, আনহেল দি মারিয়ারা তাদের পরিবারের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বন্ধুরা আজকের দিনটি ভালোবাসা উদযাপনের। এই বছরটা আমাদের কাছে একেবারেই ভিন্ন। আমরা যেভাবে উদযাপন করে অভ্যস্ত, এই সময়টা তেমন নয়। সবার শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করছি। আশা করছি ২০২১ সাল আরও ভালো কিছু বয়ে আনবে’।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























