স্পোর্টস ডেস্ক
বিরাটকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত
ফাইল ছবি
শনিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে ভারত। বাকি তিন ম্যাচে তারা পাচ্ছে না দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ শামিকে।
দলের দুই তারকাকে ছাড়াই মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে ভারত। একদিন আগেই সে ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। এছাড়া একাদশে পরিবর্তন এসেছে চারটি।
বিরাট কোহলির জায়গায় দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। মেলবোর্নের উইকেট খানিক ফ্ল্যাট হওয়ায় কোহলির বদলে ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে না নিয়ে বরং স্পিন ডিপার্টমেন্ট শক্তিশালী করতেই জাদেজা একাদশে অন্তর্ভুক্ত করেছে ভারত।
এছাড়া ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন মোহাম্মদ শামি। তার জায়গায় অভিষেক করানো হচ্ছে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজকে। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা ৩৮ ম্যাচে মাত্র ২৩ গড়ে ১৫২ উইকেট রয়েছে সিরাজের ঝুলিতে। জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদবের সঙ্গে মেলবোর্নে তিনিও সামলাবেন ভারতের পেস ডিপার্টমেন্ট।
অভিষেক করানো হচ্ছে আরেক খেলোয়াড়েরও। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শ। তিনি অ্যাডিলেইডে প্রথম টেস্টের দুই ইনিংসেই আউট হয়েছেন বাজেভাবে। পৃথ্বীর বদলে আরেক ডানহাতি তরুণ শুবমান গিলকে টেস্ট খেলতে নামানো হচ্ছে প্রথমবারের মতো।
একাদশে সবশেষ পরিবর্তনটি হলেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। অ্যাডিলেইড টেস্টের পরপরই গুঞ্জন শোনা যাচ্ছিল, হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন ঋদ্ধি। সেটি আসলেই সত্য কি না, তা বলে দেবে সময়। তবে আপাতত মেলবোর্ন টেস্টের একাদশে নেই তিনি, ফেরানো হয়েছে বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তকে।
মেলবোর্ন টেস্টে ভারতের একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























