Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৩০, ২৫ ডিসেম্বর ২০২০

১ টাকায় অসহায়দের খাবারের ব্যবস্থা করলেন গৌতম

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলে একসময়ের অন্যতম সেরা ওপেনার ছিলেন গৌতম গম্ভীর। অবসরের পর রাজনীতিতে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি অনেক দিন ধরেই সেবামূলক কাজেও সম্পৃক্ত রয়েছেন গৌতম।

অসহায়দের জন্য এবারও তেমনি এক উদ্যোগ গ্রহণ করেছেন গৌতম গম্ভীর। দুস্থদের জন্য এক টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার। 

‘এক আশা জন রসুই’ এই নাম দিয়ে খাবার গম্ভীর। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ ব্যাপারে তিনি বলেন, কারো খালি পেটে ঘুমানো উচিত নয়। দিল্লিতে এমন আরো ৫-৬টি কমিউনিটি কিচেন খোলা হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দৈনিক স্বাস্থ্যকর খাবার খাওয়া একটা নৈতিক অধিকার।

তিনি আরো বলেন, পরিবারহীনরা যেভাবে অর্ধেক খেয়ে, না খেয়ে দিন কাটান তা ভীষণ হৃদয়বিদারক ঘটনা। আমাদের জন রসুইয়ে সবসময় পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিবেশন করা হবে। সমাজের দুস্থরা মাত্র ১ টাকার বিনিময়ে খাবার পাবেন। এখানে প্রতিদিন ৫০০ জন খাবার খেতে পারবেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়