স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৬:০৬, ২৬ ডিসেম্বর ২০২০
সাবেক ক্রিকেটার রবিন জ্যাকম্যান আর নেই
রবিন জ্যাকম্যান
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রবিন জ্যাকম্যান আর নেই। ৭৫ বছর বয়সে শুক্রবার কেপ টাউনে মারা গেছেন সাবেক এই পেসার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার হলেও জ্যাকম্যান টেস্ট খেলতে পেরেছেন মোটে ৪টি। তবে ক্রিকেট ইতিহাসে তিনি আলাদা জায়গা নিয়ে আছেন না খেলা একটি টেস্টের কারণে, যেটি বাতিল হয়েছিল তার কারণেই! খেলা ছাড়ার পর দীর্ঘদিন ধরাভাষ্যকার হিসেবে কাজ করেছেন জ্যাকম্যান।
জ্যাকম্যানের জন্ম ভারতে, ১৯৪৫ সালে। তবে তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। আবার এই দুই দেশকে ছাপিয়ে তার সম্পর্কটা গভীর হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এমনকি মাঝে মাঝে তিনি আফ্রিকার নাকি ইংল্যান্ডের সেটা নিয়েও অনেকে দ্বিধায় পড়েছেন।
শুরুর দিকে অভিনেতা হতে চাইলেও পরবর্তীতে ক্রিকেটের প্রেমে মজেছিলেন জ্যাকম্যান। ক্রিকেটার হওয়ার লক্ষ্যে মাত্র ১৯ বছর বয়সে সারে ক্রিকেট ক্লাবে ট্রায়াল দেন তিনি। তাতে টিকেও যান। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন সারের পেস বিভাগের অন্যতম কাণ্ডারি।
জ্যাকম্যানের স্ত্রী দক্ষিণ আফ্রিকার হওয়ায় তাকে ভিসা দিতে আপত্তি জানায় গায়ানা সরকার। কারণ সেই সময় বর্ণবাদ নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ ছিল। পরবর্তীতে সিরিজের দ্বিতীয় টেস্টটি বার্বোডোজে সরিয়ে আনা হয়েছিল। অপেক্ষার প্রহর শেষে ১৯৮১ সালের মার্চে তার অভিষেক হয়।
অভিষেকটা দারুণভাবে রাঙিয়ে রাখেন জ্যাকম্যান। ক্যারিবীয়দের বিপক্ষে নিজের প্রথম টেস্টেই নিয়েছিলেন ৫ উইকেট। আউট করেছিলেন গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স ও ক্লাইভ লয়েডের মতো ক্রিকেটারদের। তবে এরপর নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি।
জাতীয় দলের হয়ে মাত্র ৪ টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন জ্যাকম্যান। এছাড়া ১৫ ওয়ানডে খেলে শিকার করেন ১৯টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ৩৯৯ ম্যাচে নিয়েছেন ১৪০২ উইকেট। এর মধ্যে শুধুমাত্র সারের হয়েই নিয়েছেন ১২০৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮৮ ম্যাচে ৪৩৯ উইকেট আছে তার। পাশাপাশি ব্যাট হাতে করেছেন সাড়ে ৫ হাজারের মতো রান।
ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে দারুণ পরিচিতি পেয়েছিলেন জ্যাকম্যান। পরবর্তীতে কণ্ঠনালীর সমস্যা হওয়ায় ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























