নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি মুরাদ আলী

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
সোমবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে তৈরি খাবার বিতরণ করা হয়। পরে পৌর এলাকার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ করগাওঁ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। এ সময় এসপি মুরাদ বন্যার্ত মানুষদের খোজঁখবর নেন।
তিনি বর্ন্যাত মানুষদের ধৈয্যের সাথে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছেন। পুলিশ আপনাদের পাশে আছে। পরে তিনি পুলিশের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র গুলোতে বন্যার্তদের মাঝে দুপুরের রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেছেন।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি গয়াহরি প্রাইমারী স্কুলে বাশেঁর সাকু দিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে যান। প্রথমে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে তৈরি খাবার বিতরণ করেন। দুপুর ২ টায় পুলিশ সুপার মুরাদ আলী সহ অফিসারবৃন্দ করগাঁও ইউনিয়নের টুকের বাজার নৌকা ঘাট থেকে নৌকায় করে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের অবহেলিত এলাকা সর্দারপুর লক্ষীপুর ও শেরপুর এলাকার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে তৈরি খাবার বিতরন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সার্কেল এসপি আবুল খয়ের, ওসি ডালিম আহমদ, ডিবি ওসি মোঃ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুসহ আরও অনেকেই।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার