নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
হবিগঞ্জের ডিসি দেবী চন্দ কেন প্রত্যাহার হলেন

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দ।
সিলেট বিভাগের হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর জায়গায় উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগাদেশ দিয়েছে কমিশন। মাত্র ৫ মাস আগে নিয়োগ হওয়া হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ কেন প্রত্যাহার হলেন তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নতুন গুঞ্জন।
গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কিছু অভিযোগের ক্ষেত্রে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও জেলা প্রশাসক দেবী চন্দের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা জানায়নি কমিশন।
হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ কেন প্রত্যাহার হলেন এ বিষয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, কিছু সমস্যা ও অভিযোগতো আছেই। এমনি এমনিতেতো কাউকে প্রত্যাহার করা হয় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই তাকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে পাঁচ মাস ধরে এই জেলায় প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন দেবী চন্দ।
প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য
এদিকে, দেবী চন্দকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন। অল্প সময়ের মধ্যে জেলাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই জেলা প্রশাসক। সম্প্রতি জেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিনবপন্থার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক দেবী চন্দ। ভারত থেকে পেঁয়াজ রপ্তানী বন্ধের পর হবিগঞ্জ জেলার পেঁয়াজের বাজারগুলো যখন অস্থিতিশীল হয়ে উঠে তখন বাজারে ক্রেতার কাছে এক কেজি উপর পেঁয়াজ বিক্রি না করার বিষয়ে সিদ্ধান্ত নেন এবং প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে ১২৫ টাকা ধরে বিক্রির নির্দেশনা দেন তিনি। আর এ নির্দেশনার মধ্যে দিয়ে দু’ দিনের মধ্যেই জেলার বাজার গুলো নিয়ন্ত্রনে চলে আসে।
এতে করে অল্প সময়ের মধ্যে বাজারে পেঁয়াজ বিক্রি নিয়ন্ত্রনে আসায় প্রশংসিত হয়ে উঠেন জেলা প্রশাসক দেবী চন্দ। সারাদেশের মধ্যে একমাত্র হবিগঞ্জ জেলার বাজার গুলো পেঁয়াজ বিক্রিতে নিয়ন্ত্রণ ছিল বলে মন্তব্য করেন সচেতন মহল। তাই দায়িত্ব পাওয়ার মাত্র ৫ মাসের মাথায় তাঁকে প্রত্যাহারের খবর মেনে নিতে পারছেন হবিগঞ্জের অনেকেই।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’