কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ
হবিগঞ্জ-৩ আসন
পর্যটন প্রতিমন্ত্রী ঘুমে থাকায় চুনারুঘাট মাধবপুরে উন্নয়ন হয়নি:

নির্বাচনি পথসভায় ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ছবি- আই নিউজ
হবিগঞ্জ -৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সোস্যাল মিডিয়ার আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বর্তমান সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী গত ১০ বছর ঘুমে থাকায় চুনারুঘাট মাধবপুরে উপজেলায় উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বড় বড় উন্নয়ন করে বিশ্বকে থাক লাগিয়ে দিলেও আমাদের চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্যে জুটেনি উন্নয়নের সুফল।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারে পথসভায় এসব কথা বলেন।
এসময় সুমন বলেন, ইচ্ছা ও সততা থাকলে আমাদের এমপি এডভোকেট মো. মাহবুব আলীও পারতেন। কিন্তু তিনি কেন উন্নয়ন মূলক কাজ করেন নি তা তিনি জানেন। তিনি ঘুমে ছিলেন কি না প্রশ্ন রাখেন ব্যারিস্টার সুমন।
পথসভায় মো. মুসলিম খান সভাপতিত্ব করেন।
শফিক মিয়া মেম্বারের পরিচালনায় সভায় ব্যারিস্টার সুমন আরও বলেন, মাহবুব আলী এবার জেগেছেন। আমি জাগিয়ে তুলেছি। তবে এবার জেগে আর লাব নেই। কারন জনগণ এবার বুঝে গেছে। তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন, আমাদের কী দিয়েছেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুরের কাজের মাধ্যমে ইতিহাস পাল্টিয়ে দিব। সজাগ করে দিব সবাইকে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন চেয়ারম্যান, গোলাপ খান চেয়ারম্যান, জহুর আলী মেম্বার প্রমুল।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’