Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নবীগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ায় নবীগঞ্জে যুবক গ্রেফতার 

সাইবার নিরাপত্তা মামলায় আটক অনির্বাণ নাগ অনি।

সাইবার নিরাপত্তা মামলায় আটক অনির্বাণ নাগ অনি।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় অনির্বাণ নাগ অনি (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে অভিযোগ। এঘটনায় অনির্বাণকে আসামী করে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের আফজল হোসেন খান বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে অনির্বাণ নাগ অনির বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে অনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত অনির্বাণ নাগ অনি (৩৪) নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের মৃত জিতেন্দ্র কুমার নাগের ছেলে ও পৌর ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। অবশেষে সোমবার ভোররাতে হবিগঞ্জ শহর থেকে অনির্বাণকে আটক করা হয়। পরে মামলা সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অনির্বাণকে গ্রেফতার দেখানো হয়। মামলায় অনির্বাণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধর্মীয় অনুভূতি আঘাত ও ধর্মের প্রতি অবমাননার অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসংগত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ ফেব্রুয়ারী থেকে ৯ তারিখ পর্যন্ত দুটি পোস্ট করেন নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি। ৯ ফেব্রুয়ারী ফেসবুক পোস্টে অনির্বাণ নাগ অনি রাসূল (সাঃ) -কে নিয়ে 'কুরুচীপূর্ণ মন্তব্য' করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। 

পরে গত রোববার বাদ জোহর নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গণস্বাক্ষর দিয়ে অনির্বাণকে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানা লিখিত অভিযোগ দেয়া হয়। অন্যদিকে বাদ আছর দেবপাড়া বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের মুসল্লিরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এদিকে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে তাকে স্থায়ী ভাবে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়-সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্ট এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

আন্দোলনের মুখে অনির্বাণকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেয় পুলিশ। আশ্বাসের কয়েক ঘন্টা পর তাকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়