কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:০৮, ১৩ জানুয়ারি ২০২১
পৌষ সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জে মাছের মেলা
মেলায় আনা হয়েছে নানা জাতের মাছ
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাঙালির ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উৎসব। উৎসবটিকে কেন্দ্র করে ঘরে ঘরে তৈরি হচ্ছে নানা রকমের পিঠা-পুলি। এদিন অতিথি অ্যাপায়নে পিঠার সাথে যুক্ত হয় বড় মাছের নানা পদ। ফলে পৌষ সংক্রান্তির আগের দিন বসে মাছের মেলা।
যুগ যুগ ধরে চলে আসা এ নিয়মের প্রেক্ষিতে বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও শহীদনগরে বসেছে এক দিনের মাছের মেলা। মেলায় আনা হয়েছে নানা জাতের মাছ। মাছ কিনতে মেলায় ভিড় করছেন এলাকাবাসীরা।
সকাল থেকে বিক্রেতারা থালায় রুই, চিতল, কাতল, মৃগেল, কালো বাউশ, বাউশ, গ্রাস কার্প, বোয়াল, পাবদা, শোল, গজার, তেলাপিয়া, আইড়, বাঘ মাছ, কমন কার্প(কার্পু)সহ নানা জাতের মাছ সাজিয়ে বসেছেন মেলায়।
শমশেরনগর মাছের মেলায় আসা ক্রেতা অলক সাহা, বাচ্চু সেনশর্ম্মা বলেন- পৌষ সংক্রান্তিতে বাসায় তৈরি হয় বিভিন্ন ধরণের পিঠা। তার সাথে বড় আকারের পছন্দের মাছ না থাকলে উৎসব জমে না। তাই তারা এসেছেন মাছ কিনতে।
করোনা সংক্রমণের কারণে এবার শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা বসছে না। তাই শমশেরনগরের মেলায় ক্রেতাদের ভিড় একটু বেশি।

সরেজমিনে শমশেরনগর মাছের মেলা ঘুরে দেখা গেছে , যাদের সামর্থ্য আছে তারা পছন্দমত বড় আকারের মাছ কিনছেন। স্বল্প আয়ের ব্যক্তিরা তুলনামূলক ছোট আকারের মাছ কিনছেন।
বাজারের মাছ বিক্রেতা মানিক মিয়া ও আব্দুল মন্নান বলেন- পৌষ সংক্রান্তি বৃহস্পতিবার হলেও এখানে বুধবার গভীর রাত পর্যন্ত মাছের মেলা থাকবে। দেশের বিভিন্ন হাওর অঞ্চল, ভৈরব, চাঁদপুর, ফেঞ্চুগঞ্জ থেকে এখানে মাছ আনা হয়েছে।
অন্যদিকে মুন্সীবাজারে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সাপ্তাহিক হাটবার বলে সেখানেও একদিনের মাছের মেলা বসেছিল। পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারেও বুধবার স্বল্প আকারে পৌষ সংক্রান্তির মাছের মেলা বসেছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























