Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ২৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:০০, ২৮ জানুয়ারি ২০২১

মেয়র প্রার্থী অলিউর রহমানকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

অলিউর রহমান

অলিউর রহমান

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী অলিউর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে আরিফুর রহমান বলেন, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ১৫-এর ১১/২ অনুযায়ী মিছিল ও শো ডাউন করা যাবে না। কিন্তু মেয়র প্রার্থী অলিউর রহমান ২৫-৩০ জন লোক নিয়ে মিছিল ও শো ডাউন করছিলেন। সেসময় তাদের হাতে ছিল হ্যান্ড মাইক। যা আচরণবিধি লঙ্ঘন।

মেয়র প্রার্থীকে জরিমানা করছেন ম্যাজিস্ট্রেট

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করে মিছিল ও শো ডাউন ছত্রভঙ্গ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ