Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ৩১ মার্চ ২০২১
আপডেট: ০০:২০, ১ এপ্রিল ২০২১

বিয়ে, ওয়াজ, কীর্তনসহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ

দেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে ১৯.০৯ শতাংশ সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০.০৪। এই তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সংক্রমণের দিক থেকে এক নাম্বারে আছে মৌলভীবাজার এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে।

এ দিকে করোনার সংক্রমণের শীর্ষে থাকায় জেলায় সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, জেলাব্যপী সবধরণের জমায়েত নিষিদ্ধ। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবেনা। এত দিন আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচার চালিয়ে আসছিলাম কাল থেকে জেলাব্যাপী আরও গতি বৃদ্ধি করা হবে। সেই সাথে বন্ধ থাকবে সব পর্যটন স্পট। 

এদিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে পরবর্তী ১৫ দিনের জন্য সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭ টার পর শপিংমল, হাটবাজারসহ সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ বিষয়ে মাইকিং করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়