Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:১৬, ১২ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের ফুলছড়া গারো পল্লীর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে নিজস্ব সংস্কৃতির কৃষ্টি নৃত্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

এসময় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ানম্যান প্রেমসাগর হাজরা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমেদ, মাজদিহি চা বাগানের সহকারী ব্যবস্থাপক শামীম আহমেদ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, গ্রীন কালাপুরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কালাপুর ইউপি সদস্য অমৃত সিং ছত্রী প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টটিতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ২৮টি দল অংশগ্রহণ করবে। খেলাটি নকআউট পদ্ধতিতে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক ফুলছড়া গারো লাইন এ দল বনাম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নাসিমাবাদ একাদশ। ফুলছড়া গারো লাইন এ দলকে ২-০ গোলে পরাজিত করে নাসিমাবাদ একাদশ জয় নিশ্চিত করে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

'দয়া করে গাড়ি ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি'

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়