Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

কামরুল হাসান শাওন

প্রকাশিত: ১৪:৩৩, ১৬ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী

মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, উপপরিচালক স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)  মো. আবদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাধন, সিনিয়র সহকারী কমিশনার নুসরাত লায়রা নীরা, সদর সহকারী কমিশনার ভূমি মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার অর্নব মালাকার, সহকারী কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার, শামীমা আফরোজ মারলিজ, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক ইএসডিপি, বিডা, মো. নিয়াজ মোর্শেদ, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকসহ পুলিশ কমকর্তগণ। 

কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে শহরের প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কুচকাওয়াজে ছোটদের গ্রুপে প্রথম হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল (হলদে পাখি), দ্বিতীয় হয়েছে ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়, তৃতীয় হয়েছে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

কুচকাওয়াজে বড়দের গ্রুপে প্রথম হয়েছে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যায়ল, তৃতীয় হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল।

শরীরচর্চা প্রদর্শনীতে (ডিসপ্লে)  বড়দের গ্রুপে প্রথম হয়েছে কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যায়ল ও কলেজ, দ্বিতীয় হয়েছে আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যায়ল এবং তৃতীয় হয়েছে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

শরীরচর্চা প্রদর্শনীতে (ডিসপ্লে) ছোটদের গ্রুপে প্রথম হয়েছে ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল এবং তৃতীয় হয়েছে আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শ্রীমঙ্গলে জনপ্রিয় গানের দল জলের গান

ঢাকা ফিরেছেন মুরাদ হাসান, কানাডা এবং দুবাইতে ঢুকতে চেয়েও ব্যর্থ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ