আইনিউজ ডেস্ক
শ্রীমঙ্গলে বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জুনেদ রহমান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুনেদ রহমান (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে বিষপানের প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
নিহত জুনেদ শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া সে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি শহরতলীর সুরভী আবাসিক এলাকায়।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে জুনেদ মারা যান।
জুনেদের পিতা সামছুদ্দিন গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার দুপুরে আমার ছেলের বন্ধু আমাকে ফোন করে বলে শহরের মোহাজিরাবাদে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। জুনেদ যে মেয়েটির সাথে প্রেম করতো তাদের ঘরেই নাকি সে বিষ খেয়েছে।
আরও পড়ুন- মৌলভীবাজারে তাপমাত্রা নেমে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস
তিনি অভিযোগ করে বলেন, ওই মেয়ের মা আমার ছেলেকে বলে যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো তাহলে বিষ খেয়ে দেখাও। এই কথা বলে সেলিনা বেগম আমার ছেলের হাতে বিষের শিশি তুলে দেয়। তারপর জুনেদ বিষপান করে৷ খবর পেয়ে আমি সিএনজি অটোরিকশা নিয়ে প্রথমে জুনেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সিলেট নিয়ে যাওয়ার পর সে মারা যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই মেয়ের মা বলেন, ছেলেটি শুক্রবার বাসায় এসে আমায় মেয়েকে বিয়ে করার জন্য মিনতি করে। কিন্তু ছেলের বাবা তার অন্যত্র বিয়ে ঠিক করেছেন জানতে পেরে আমি তাকে তার বাবার সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য বলি, পরে সে চলে যায়।
আরও পড়ুন- মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই
এদিকে, এই ঘটনায় জুনেদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত মেয়ের বাবা গতকাল রাতে শ্রীমঙ্গল থানায় জুনেদের বিরুদ্ধে তার মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, আমরা লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার