Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২২

মাটি চাপা পড়ে নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মাটি চাপা পড়ে এক নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় চাতলাপুর ৬নং বাউরি টিলার কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলার চনু বাউরির স্ত্রী শেফালী বাউরি (৪৮) ঘরের কাজের জন্য মাটি আনতে ১৯ নং সেকশনে যান। সেখানে হঠাৎ টিলা ধসে মাটির চাপা পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মহিলার দুই সন্তানের জননী।

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা ঘরের কাজে ব্যবহারের জন্য পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করেন। নিহত শেফালী বাউরিও  কাজ থেকে ফেরার পথে সাদা মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলায় ধসে মাটি চাপা পড়েন। পরে চা শ্রমিকরা এসে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে চাতলাপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পাঁচ ভাইয়ের মৃত্যু 

শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। 

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়