মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের সংগঠককে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আছকির মিয়াকে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আখ্যা দিয়ে নিবন্ধ লেখা ও অপপ্রচারের প্রতিবাদ করেছে পরিবার।
সোমবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও লেখা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আছকির মিয়ার পুত্র মো. আম্বিয়া মিয়া।
আরও পড়ুন- মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার
এ সময় তিনি লিখিত বক্তব্যে জানান, গত ২৬ ডিসেম্বর ২০২১ সনে প্রকাশিত স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় জনৈক সোহেল আহমদ চৌধুরীর লিখিত ‘মুক্তিযুদ্ধে আনসার কেরানী মহিব উদ্দিন আহমদ চৌধুরীর অবদান’ শিরোনামীয় নিবন্ধটি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আছকির মিয়ার পারিবারিক ও সামাজিক অবস্থানের উপর চরম আঘাত করেছে। মরহুম আছকির মিয়া ১৯৭৩ সালে নির্বাচনে একাটুনা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন । তিনি সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। তৎকালে একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারীর দায়িত্বও পালন করেছেন। ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৭১ সনের ২৭ মার্চ তারিখে মৌলভীবাজার শহরের উত্তরাঞ্চল থেকে যে ঐতিহাসিক গণ মিছিল শহর ঘেরাও করেছিলো- সে ঘেরাওয়ে মরহুম আছকির মিয়া ছিলেন অগ্রপথিক। বন্দুক হাতে নিয়ে সে ঘরাও অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এজন্য তাকে নির্যাতন ভোগও করতে হয়েছিলো। মুক্তিযুদ্ধের এই সংগঠককে কথিত লেখক সোহেল আহমদ চৌধুরী তার কলমের খোঁচায় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর সাজিয়েছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সাথে এই নিবন্ধ থেকে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আছকির মিয়ার নাম প্রত্যাহারের দাবি জানান।
আরও পড়ুন- প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত
১৯৭১ সালের পূর্বে ও যুদ্ধকালীন সময় আছকির মিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযুদ্ধা জেলা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন, একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা নেছার আহমদ লেচু, মুক্তিযুদ্ধের গবেষক সরওয়ার আহমদ, স্থানীয় মুরব্বি বকসী ইকবাল আহমদ।
আইনিউজ/এসডিপি
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা