নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৯:০৬, ৬ জুলাই ২০২২
এমপিওভুক্ত স্কুলের তালিকায় অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়
অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়
চলতি বছর নতুন করে ২৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়। পানিবেষ্টিত গ্রামের বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি খুশি হাওর ঘেঁষা এ গ্রামের বাসিন্দারাও।
অন্তেহরি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি অবহেলিত পানিবেষ্টিত গ্রাম। হাওরবেষ্টিত এই গ্রামে অতীতে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় পড়াশোনা করার জন্য অনেক বেগ পেতে হয়েছে এ গ্রামের শিক্ষার্থীদের। স্কুল না থাকায় গোড়াতেই ঝরে যেতো বহু শিক্ষার্থী। এই সমস্যা দূর করতে ২০০৮ সালে ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল চন্দ্র দাশের উদ্যোগে গ্রামবাসীর সহায়তায় অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
শুরুতে বিদ্যালয়টি একটি নিম্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল হিসেবে যাত্রা শুরু করলেও পরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপ নেয়। আগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্জনের জন্য দূর গাঁয়ে যেতে হলেও এখন গ্রামের বিদ্যালয়েই পড়াশোনা করতে পারছেন শিক্ষার্থীরা।
স্কুল কতৃপক্ষ জানান, আগে আমাদের গ্রামের শিক্ষার্থীদের অন্য গ্রামে গিয়ে পড়াশোনা করতে হতো কিন্তু অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় হওয়ার পর থেকে অন্য গ্রামের ছেলেমেয়েরা এসে আমাদের গ্রামের স্কুলে পড়াশোনা করে। কিন্তু এতোদিন স্কুলটি এমপিওভুক্ত ছিলো। এখন এমপিওভুক্ত হওয়ায় আমরা সবাই অনেক আনন্দিত।
ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ বলেন, আমাদের এই স্কুল ১৪ বছর হতে চললো কিন্তু আমাদের গ্রামের স্কুলটি এমপিও ভুক্ত ছিলো না। ২০১৯ সালে যখন এমপিওভুক্তের তালিকা প্রকাশ করা হয় তখন আমাদের গ্রামের সবাই আশা করেছিলেন যে আমাদের স্কুল হয়তো এইবার এমপিও ভুক্ত হবে, কিন্তু আমাদের সবার আশা আশাই থেকে গেলো। ২০১৯ এর এমপিও ভুক্ত তালিকায় আমাদের গ্রামের স্কুলটির নাম ছিলো না। সেবার বলা হয়েছিল যে হাওর বেষ্টিত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু তবুও তালিকায় আমাদের স্কুলের নাম ছিলো না।'
তিনি বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২০২২ এর এমপিওভুক্তের তালিকায় আমাদের অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়টি আছে। এটি আমাদের ইউনিয়নবাসীর জন্য আনন্দের।
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা
কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা
কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’