Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

বড়লেখা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বড়লেখায় ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পুলিশের কাছে গ্রেপ্তারের পর আসামী শিপন আহমদ। ছবি- আই নিউজ

পুলিশের কাছে গ্রেপ্তারের পর আসামী শিপন আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের বড়লেখায় একটি হ-ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন নামের ওই আসামীকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার শিপন বড়লেখা উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হ-ত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন পলাতক ছিলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আই নিউজকে বলেন, একটি হ-ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়