Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:১৩, ২৩ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে ২১ লাখ টাকার গ্যাস চুরি, ৪ চোর আটক

আটকের পর চোর চক্রের ৩ সদস্য। ছবি- আই নিউজ

আটকের পর চোর চক্রের ৩ সদস্য। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে গ্যাস সিলিন্ডার চোর চক্রের ৪ সদস্যকে অভিযোগের ভিত্তিতে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শহরের শ্রীমঙ্গল সড়কের একটি দোকান থেকে কয়েকদিনে প্রায় ৮০০ গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ করেছেন দোকান মালিক। যার বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনাটি শ্রীমঙ্গল সড়কের ওয়াপদা গেট এলাকার মেসার্স এস.ওয়ান এন্টারপ্রাইজ গোডাউনে ঘটেছে। 

এ ঘটনায় রোববার (২১ অক্টোবর) অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন- তানভীর খান (২২), শেখ সিপার আহমদ (২৫) সামছুজ্জামান সানি (২২) শাহিন আলম (৩০)। 

অভিযোগ পত্র থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর বিকাল ৫টার দিকে মেসার্স এস.ওয়ান এন্টারপ্রাইজ গোডাউনের মালিক ভুক্তভোগী মো. সামছুল ইসলাম গোডাউনের স্টক মেলাতে গেলে সিলিন্ডার চুরির বিষয়টি টের পান। তিনি তাঁর গোডাউনের ম্যানেজারসহ এ বিষয়ে পুলিশে আটক আসামী দোকান কর্মচারী শেখ সিপার আহমদকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে অস্বীকার করলেও পরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করলে শিপার দলবদ্ধ হয়ে গ্যাস সিলিন্ডার চুরির বিষয়টি স্বীকার করেন। 

এস.ওয়ান এন্টারপ্রাইজ গোডাউনের প্রোপাইটার মো. সামছুল ইসলাম আই নিউজকে বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে আসছিলো। গোডাউনে ৫ হাজারের মতো গ্যাস সিলিন্ডার থাকায় শুরুতেই সিলিন্ডার চুরির বিষয়টি বোঝা যায় নি। তবে সম্প্রতি গোডাউনের স্টক সিলিন্ডার না মিলায় তাঁর সন্দেহ হয়। 

এ ঘটনায় গত ১৮ অক্টোবর ভুক্তভোগী মো. সামছুল ইসলাম সদর থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত জুমন মিয়া পলাতক আছেন। মামলায় উল্লেখিত অভিযুক্তরা হলেন- তানভীর খান (২২), শেখ সিপার আহমদ (২৫), জুমন মিয়া, সামছুজ্জামান সানি (২২) এবং শাহিন আলম (৩০)। 

চুরি হওয়া ৮০০ গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন গোডাউন মালিক। 

মৌলভীবাজার সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আসামীদের গ্রেফতারের পর আজ সোমবার (২২ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়