Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ অক্টোবর ২০২৩

বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজার যুবলীগের সমাবেশ

শেরপুর চত্বরে মৌলভীবাজার যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ’। ছবি- আই নিউজ

শেরপুর চত্বরে মৌলভীবাজার যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ’। ছবি- আই নিউজ

বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ’ করেছে জেলা যুবলীগ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শেরপুর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। 

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, কৃষি  সমবায় বিষয়ক সম্পাদক অরবিন্দ পোদ্দার বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব প্রমুখ।

সমাবেশে যুবলীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।   

এ সময় বক্তারা বলেন, মিথ্যাচারের দল বিএনপির ডাকে এখন আর জনগণ সাড়া দেয় না। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়