নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ

খালে বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয়রা। এতে করে বিপদে পড়ছেন কৃষকরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে অবৈধভাবে বাঁধ সৃষ্টি করে পানি সেচে মাছ ধরার অভিযোগ ওঠেছে স্থানীয় বাসিন্দাদের উপর। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবৈধ ভাবে বাঁধ দিয়ে খালের পানি শুকিয়ে মাছ ধরছেন স্থানীয় লোকজন। এতে করে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সচেতন মহল ও কৃষকরা।
অবৈধভাবে অস্থায়ী বাধ নির্মাণ করে পানি পাম্প দিয়ে পানি সেঁচার ফলে কৃষিজমিতে পানির অভাব দেখা দেয়ার পাশাপাশি বাধ ভেঙে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন তারা।
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামের লছিধরা খাল অবৈধভাবে মাছ শিকার ও বাঁধ নির্মাণের এই চিত্র দেখা গেছে। খালে বাঁধ দিয়ে পানির পাম্প ব্যবহার করে পানি সেঁচে মাছ ধরছেন গ্রামের সাধারণ মানুষ। বিভিন্ন জমি থেকে মাটি কেটে এনে এসব বাঁধ তৈরি করছেন স্থানীয়রা। মাঝেমধ্যে পুলিশ এসে ধাওয়া দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও একই অবস্থা শুরু হয় খালে। এতে করে ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে খালটি। এলাকার কৃষিকাজে ব্যবহৃত এই খালের এমন দশা দেখে তাই আশঙ্কার কথা জানিয়ছেন কৃষকরা।
খালপাড় ঘুরে দেখা যায়, এরমধ্যেই লছিধরা খালের বিভিন্ন জায়গায় ভাঙণ দেখা দিয়েছে। পাশাপাশি অবৈধাভাবে বাঁধ নির্মাণের ফলে মাটিতে ভরাট হয়ে গেছে খাল। এতে করে কমে গেছে খালের গভীরতা। এতে করে মৌসুমকালে প্রয়োজনীয় পানির সরবরাহ পেতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। লছিধরা খালে অবৈধ বাঁধ দেয়া ও মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মানুষ ও সাধারণ কৃষকরা। তারা বলছেন, শীঘ্রই এ খালের বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগ না নিলে খালটি অচিরেই অস্তিত্ব সঙ্কটে পড়বে।
লছিধরা খালটি মৌলভীবাজার শহরের সবথেকে গুরুত্বপূর্ণ পানিনিষ্কাশন লাইন কোদালিছড়ার সাথে সংযুক্ত। একদিকে যখন কোদালিছড়াকে ঘিরে প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছেন তখন লছিধরা খালে এমন অনিয়ম দুশ্চিন্তায় ফেলছে কোদালিছড়ার পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার