নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীক চান সুলতান মনসুর

আলোচিত রাজনীতিবিদ সাবেক ডাকসু ভিপি সুলতান মনসুর।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নিয়ে গঠিন মৌলভীবাজার-২ সংসদীয় আসন। এ আসনের আলোচিত রাজনীতিবিদ সাবেক ডাকসু ভিপি সুলতান মনসুর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে, পক্ষ বদল করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোকে নিজেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানান আলোচিত রাজনীতিবিদ সুলতান মনসুর।
গণমাধ্যমকে সুলতান মনসুর বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিতে চাই। তবে, আওয়ামী লীগের প্রার্থী না হলে নির্বাচনে যাব না। প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া মনোনয়নপত্রই কিনব না। তাঁর (প্রধানমন্ত্রী) সম্মতি সাপেক্ষে আমি মনোনয়নপত্র ক্রয় করব।
সুলতান মনসুর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একজন আলোচিত রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক জীবনে রয়েছে আওয়ামী লীগ-বিএনপি দুই দল করার অভিজ্ঞতা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপিও। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবেও রাজনীতির মাঠে ছিলেন একসময়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন সুলতান মনসুর। ২০১৮ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও