Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১২:৪৮, ৩০ নভেম্বর ২০২৩

মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথেই মারা গেলেন ছেলে

দুর্ঘটনায় চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায় সিএনজি। ছবি- আই নিউজ

দুর্ঘটনায় চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায় সিএনজি। ছবি- আই নিউজ

মাকে ডাক্তার দেখিয়ে সিএনজি করে বাড়িতে ফিরে আসার পথেই ছিলেন রুয়েল বখত। কিন্তু, বাড়ি থেকে যখন মাত্র ৫ কিলোমিটার দূরে এসে পৌঁছেছেন তখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে তার। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী রুয়েল বখত (৩৫) মাকে ডাক্তার দেখিয়ে আর ফিরতে পারেননি ঘরে।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমের জান মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নি হ ত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বখত এর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মাকে ডাক্তার দেখাতে যান রুয়েল বখত। মাকে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা- আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজির চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায় সিএনজি। এ সময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন বলে জানা যায়। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখত এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়