নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আজ মৌলভীবাজার আসছেন কৃষিমন্ত্রী, ফুলের দোকানে ভিড়
ফুলের দোকানগুলোতে দেখাযায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভিড়। ছবি- আই নিউজ
মন্ত্রীত্ব পাওয়ার পর আজ মৌলভীবাজারে ফিরছেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সাংসদ কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এবছর সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্ব নিয়ে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন আব্দুস শহীদ। শপথ গ্রহণের পর মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে আজ নিজ সংসদীয় আসনে ফিরছেন মন্ত্রী। তাঁকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছেন কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসী। প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার পরে কৃষিমন্ত্রী ঢাকা থেকে শ্রীমঙ্গলে প্রবেশ করবেন বলে জানা গেছে।এরিমধ্যে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ব্যানার ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ।
প্রিয় নেতাকে বরণ করে নিতে শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা। অধির আগ্রহে অপেক্ষা করছে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ।
কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবছর। দ্বাদশ জাতীয় মন্ত্রিসভায় কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব পান তিনি। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টুঙ্গিপাড়া সফরে চলে যান মন্ত্রীরা। সেখানে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেন ও আগামীর নির্দেশনা দেন সরকার প্রধান। এরপরে ঢাকায় ফিরে কার্যালয়ে যোগ দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সেখান থেকে আজ আসছেন নিজ নির্বাচনি এলাকায়। যেখান থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে পাস করেছেন এবারও।
কৃষিমন্ত্রী এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্তত ১০ হাজার মানুষ সমবেত হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) সরজমিনে দেখা যায় শহরের চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, ষ্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক ও ভানুগাছ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে।
কলেজ রোডস্থ ফুলের দোকানগুলোতে দেখাযায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভিড়। শত শত তোড়া গতকালই তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না।
এ ব্যাপারে শ্রীমঙ্গগল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিন্দন জানাবেই।
মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন দেব জানান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে
ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব জানান, কৃষি মন্ত্রী উপাধক্ষ আব্দুস শহীদ এমপি কে
তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাই একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে
দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগনের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এরপর থেকে তার বাসায় শত শত মানুষ ভীড় করছেন। এই মানুষগুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষিমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণসংবর্ধনার আয়োজন করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার থেকেই শত শত মানুষ তাকে বরণ করে নিয়ে আসবে শ্রীমঙ্গলে পরে দুপুর সাড়ে ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’