Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশিত: ১১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৪

কমলগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গণ সংবর্ধনা প্রদান 

গণ সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রীকে তাঁর নিজের প্রতিরূপ একটি ভাস্কর্য উপহার করা হয়। ছবি- আই নিউজ

গণ সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রীকে তাঁর নিজের প্রতিরূপ একটি ভাস্কর্য উপহার করা হয়। ছবি- আই নিউজ

মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ - শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে  উপজেলার চাদনী কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড এস এম আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কুলাউড়া আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, মন্ত্রী কন্যা ঊম্মে ফারজানা ডায়নাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, কমলগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়