Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে মাধ্যমিক বিদ্যালয়ে গার্ল গাইডদের দীক্ষা প্রদান

সদরে ২টি মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সদরে ২টি মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার সদরে ২টি মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা মুনুমুখ (পিটি) উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি (আব্দুল বারি) উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গার্ল গাইড অ্যাসোসিয়েশনের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানে গার্ল গাইডদের দীক্ষা প্রদান করা হয়।

দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, সাধারন সম্পাদক মাধুরী মজুমদার, কোষাধক্ষ্য হেমপ্রভা সিনহা, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। 

দীক্ষা অনুষ্ঠানে মুনুমুখ (পিটি) উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি (আব্দুল বারি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারী প্রধান শিক্ষকগন এর্বং গাইড শিক্ষার্থী এবং উভয় বিদ্যালয়ের অভিবাবক ও গাইডারগন উপস্থিত ছিলেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়