রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরীর বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেলের আগমন উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুnরীর বালক উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য তুফাজ্জল করীম চৌধুরী শ্যামল, ব্যবসায়ী আব্দুল মালিক চৌধুরী, আনোয়ার ফারুক চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখত, আবুল হোসেন, এডভোকেট ফয়জুল ইসলাম মুজুমদার, এডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক শাহিন আহমেদ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, শিক্ষক রবিন্দ্র কুমার সিংহ, সোহেল চৌধুরী, মুহিবুল ইসলাম চৌধুরী, ইক্তিয়ার চৌধুরী, মুক্তার চৌধুরী, শাহীন চৌধুরী প্রমুখ এবং মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ‘আমরা স্কুলটা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেসসহ সব কিছু বহন করছি। আমাদের স্কুলের অনেকেই এ বছরের এসএসসি পরীক্ষার্থী তাদের শুরু থেকে আমরা ফ্রীতে সহযোগীতা করে আসছি। আগামীতেও করবো। যারা আছে ৬-১০ শ্রেনী পর্যন্ত তাদেরও স্কুল ড্রেস ও শিক্ষাসামগ্রী বই খাতা কলম দিয়ে সহযোগীতা করছি এবং করে যাবো। তবে সবাই ভালো করে পড়াশোনা করতে হবে।’
এ ছাড়াও, শিক্ষার্থী, অভিভাবকগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’