Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫২, ২০ এপ্রিল ২০২৪

আজ মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি, প্রচণ্ড দাবদাহ 

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল থেকেই গরম পড়েছে। প্রচণ্ড দাবদাহে অতিষ্ট বাইরে কাজ করা নিম্নবিত্তসহ সব ধরনের মানুষের জীবনযাপন। অতিরিক্ত গরম হাসপাতালেও বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। 

শনিবার বিকেল ৩টার দিকে সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে মৌলভীবাজার জেলা আবহাওয়া অফিস। আবহাওয়া কর্মকর্তা মো. আনিস বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগের দিন শুক্রবার বিকেল এবং রাতের দিকে হালকা বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে জেলার আবহাওয়া ছিল উত্তপ্ত। দুপুর নাগাদ রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাপদাহ। এতে বিপাকে পড়েছেন রিকশা চালক, ভ্যানচালক, মুচিসহ বাইরের কাজে নিয়োজিত সাধারন মানুষ। অতিরিক্ত গরমের কারণে সড়কে মানুষও বের হচ্ছেন কম। 

এদিকে গত কয়েকদিন ধরে চলা গরমে মৌলভীবাজার সদর হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। অতিগরমে ডায়রিয়া, বমি, সর্দি, জ্বর-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগী আসা বেড়েছে হাসপাতালে। 

হাসপাতালে নিয়োজিত নার্সরা জানান, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে এই কয়েকদিনে প্রচুর সংখ্যক রোগী এসেছেন। এদের মধ্যে নবজাতক শিশুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণের। 

অতিরিক্ত গরমের এই সময়ে জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাছাড়া, গরমের দিনে ঘন ঘন পানি পান করার কথাও জানান চিকিৎসকরা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, পুরো এপ্রিল মাস জুড়েই থাকতে পারে এমন তাপপ্রবাহ। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়