রুপম আচার্য্য
আপডেট: ১৩:১৮, ২৩ মে ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন
সরগরম ভোটের মাঠ: ডিজিটাল প্রচারে এগিয়ে যেসব প্রার্থীরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে নানাভাবে ও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতির প্রচারে সরগরম ভোটের মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেও চলছে প্রচার-প্রচারণা।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও সমানভাবে প্রচার চালাচ্ছেন ইন্টারনেট ভিত্তিক এই ভার্চুয়াল মাধ্যমে। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে নিয়মিত লাইভ করছেন। মাঝেমধ্যে বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জের বাজার ও বাড়িতে সভা-সমাবেশ উঠান বৈঠকের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে প্রচার করছেন। এই মাধ্যম সহজ পন্থা হওয়ায় দ্রুতই নিজেদের তুলে ধরতে পারছেন প্রার্থীরা।
তবে অপপ্রচার ঠেকাতে সাইবার দুনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নেই বললেই চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিদ্বেষমূলক ও অপপ্রচার নিয়মিত চালাচ্ছেন বলে স্থানীয়রা জানায়। মূলত প্রতীক বরাদ্দ পাওয়ার পরই গত (১৩ মে) বেলা আড়াইটার পর থেকে প্রার্থীরা তাদের পক্ষে ভোট চেয়ে মাইকে প্রচারণা শুরু করেন। উপজেলার বিভিন্ন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও প্রচার নিয়ে ব্যস্ত। অলি-গলিতে মাইকে নানা ধরনের প্রচার বা গানের তালে তালে চাওয়া হচ্ছে ভোট।
তাছাড়া এ নির্বাচনে ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল প্রচারও চলছে সমানতালে। ডিজিটাল প্রচারে বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। প্রার্থীদের বক্তব্য দিয়ে বিভিন্ন কনটেন্ট ব্যবহার হচ্ছে। আগামী (২৯ মে) অনুষ্ঠিত নির্বাচন ঘিরে এসব প্রচার হচ্ছে। এছাড়া প্রচারে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেও এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীরা যেখানে যাচ্ছেন সেখান থেকে নিজস্ব ফেসবুকের পাশাপাশি কর্মীদের ফেসবুক থেকেও লাইভ প্রচার করা হচ্ছে। নিজেদের প্রচারের সংবাদ বা বিভিন্ন ভিডিও ছবি শেয়ার করা হচ্ছে সামাজিক মাধ্যমে। এদিকে ভার্চুয়ালি প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন (আনারস) প্রতীকে চেয়ারম্যান প্রার্থী প্রেমসাগর হাজরা ও (তালা) প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু দেব রিটন। তাছাড়া (কাপ-পিরিচ) প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ভানুলাল রায় ও (মোটরসাইকেল) প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়াও ভার্চুয়ালি প্রচারণা কোন অংশে কম নয়। তাদের ব্যক্তিগত কর্মীরাও ফেসবুকে নিয়মিত লাইভ, পোস্ট করছেন।
সমানভাবে তাল মিলিয়ে প্রচারণা করছেন (পদ্মফুল) প্রতীকে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মিতালী দত্ত। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিয়মিত উঠান বৈঠক, জনসংযোগের ছবি পোস্ট করার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে (ফুটবল) প্রতীকে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী কবিতা রাণী দাশ ও (হাঁস) প্রতীকে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা খাতুনও নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভার্চুয়ালি প্রচাণায় কিছুটা পিছিয়ে রয়েছেন (টিউবওয়েল) প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ লিটন আহমদ, (মাইক) প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ রহীম নোমানী ও চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী কেশব বারই।
আগামী (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
-
স্থগিত মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচন
-
রাজনগরে ২ প্রিজাইডিং অফিসার গ্রেফতার, ৪ জনের নামে মামলা
-
কলাগাছের তন্তু থেকে প্লাস্টিক ও পলিথিন আবিষ্কার করলো শ্রীমঙ্গলের ক্ষুদে বিজ্ঞানী সাজ্জাদুল
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’