Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ১৬ মে ২০২৪
আপডেট: ১৮:২৮, ১৭ মে ২০২৪

৭ দিনের জন্য স্থগিত মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচন 

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম সাত দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১৬ মে) ৮ জন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ইসির পক্ষে ছিলেন এম খালেকুজ্জামান।

এর আগে গত ৯ মে মৌলভীবাজারের সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

জানা গেছে, গত ২৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এরপর তাজুল ইসলাম তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত রিট আবেদন করেন। 

এদিকে, আপিল বিভাগেরনির্দেশনা অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে হবে। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও এখন তা হচ্ছে না। ফলে, প্রশ্ন দাঁড়াচ্ছে কবে হতে পারে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়