Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:২৪, ১৮ মে ২০২৪
আপডেট: ২০:৪০, ১৮ মে ২০২৪

হ্যাকিংয়ের শিকার মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যানের হোয়াটস অ্যাপ একাউন্ট

মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।  ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনের হোয়াটস অ্যাপ একাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। 

মো. কামাল হোসেনের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানানো হয়। এছাড়া কামাল হোসেনের ঘনিষ্ঠজন একাউন্ট হ্যাক হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

মো. কামাল হোসেনের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে স্ট্যাটাসে বলা হয়- আসসালামু আলাইকুম /আদাব। 
আমার WhatsApp ও নাম্বার হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে বিকাশে টাকা চাওয়া হচ্ছে, দয়া করে কেউ টাকা দিবেন না।

এ ঘটনায় বিভ্রান্তির মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। তাঁর একাউন্টটি হ্যাক করে নানা জনের কাছে টাকা দাবি করে ম্যাসেজ পাঠাচ্ছে অজ্ঞাত প্রতারকরা। 

কামাল হোসেন বলেন, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছিল। ঘটনাটি বুঝতে পারার পর টাকা না দেওয়ার জন্য আমি সবাইকে সতর্ক করেছি।

আই নিউজ/এইচএ 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়