Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:১৩, ১৯ মে ২০২৪
আপডেট: ২০:২৮, ১৯ মে ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত 

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় সকল পদে দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

রোববার (১৯ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করে বলা হয়- আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

এর আগে গেল সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের মামলা জটিলতার কারণে সাতদিনের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। 

এমন অবস্থায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সদর উপজেলার ভোটারদের মনে প্রশ্ন উঠছে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কবে হবে? 

জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে থাকা মামলা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে স্থগিত রাখা হয়েছে সদর উপজেলার নির্বাচন। সর্বোচ্চ আদালত সাতদিনের মধ্যে এসংক্রান্ত হাইকোর্টের রায় নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে নির্বাচন স্থগিত রেখেছেন।

আজ (রোববার) আবার নির্বাচন কমিশন থেকে সকল পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও, ভোটারদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়