Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৩ মে ২০২৪
আপডেট: ১৪:৫৩, ২৩ মে ২০২৪

বিদেশী শিক্ষার্থীদের উপর হা*মলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পক্ষে বিক্ষোভ করার কারণে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশী ও অন্যান্য বিদেশী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সংসদ।

গত বুধবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমানের সঞ্চালনায় ও সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাসুক মিয়া, চা শ্রমিক দশ দফা বাস্তবায়ন পরিষদের সমন্বনয়ক ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস, এম শুভ, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, সিপিবি শ্রীমঙ্গল কমিটির সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ অভিজিৎ শর্মা। 

বক্তব্যে বক্তারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিবাদ করায় যেসব শিক্ষার্থীদের নি-র্যাতন ও হাম-লার শিকার হতে হচ্ছে তাদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। শিক্ষার্থীদের উপর ন্যাক্কা*রজনক এসব হা*মলার তীব্র নিন্দা জানান তারা। 

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়