Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ১ জুলাই ২০২৪

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজু মিয়া। ছবি- RMB

৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজু মিয়া। ছবি- RMB

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজু মিয়া (৩০) নামে ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৩০ জুন) রাতে উপজেলার ইয়াকুবনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযান পরিচালনা করেন বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান।  

গ্রেফতারকৃত আসামি বড়লেখা থানাধীন মহুবন ইয়াকুবনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জিআর ১৭৩/২১ (বড়লেখা) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ০৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বলে জানিয়েছে পুলিশ।  

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, 'গ্রেফতারকৃত আসামি সাজু মিয়াকে ২০২১ সালের ২১ অক্টোবর গাঁজাসহ বড়লেখা থানা পুলিশ আটক করেছিল। আদালত তাকে সেই মামলায় কারাদণ্ড প্রদান করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিল।' 

গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়