Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:১৯, ৩ জুলাই ২০২৪
আপডেট: ১৭:৩৪, ৩ জুলাই ২০২৪

কৈলাশহরে মনুর পানি ওয়ার্নিং লেভেলে

২ জুলাই কৈলাশহরে মনু নদীর পানি ক্রিটিকাল লেভেলের কাছাকাছি ছিলো।

২ জুলাই কৈলাশহরে মনু নদীর পানি ক্রিটিকাল লেভেলের কাছাকাছি ছিলো।

মৌলভীবাজারে মনু নদ অনেকটাই উত্তাল অবস্থায় রয়েছে। উজান থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। উজানে ভারতের কৈলাশহরেও মনুর পানি ওয়ার্নিং লেভেলে রয়েছে বলে জানা গেছে। সেখানে বর্তমানে ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে মনুর পানি। কৈলাশহর থেকে নেমে আসা পানির কারণে এপাড়ে বাংলাদেশের মৌলভীবাজারে মনু নদের প্রায় সবগুলো পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। 

বুধবার (০৩ জুলাই) কৈলাশহরের ওয়াটার রিসোর্স সাবডিবিশন-২ এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ডব্লিউআর সাবডিবিশন-২ এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ২২ দশমিক ৪৩ মিটার উচ্চতা দিয়ে মনুর পানি প্রবাহিত হচ্ছে। যা ওই পয়েন্টের সর্বোচ্চ বিপদসীমা থেকে মাত্র ২ দশমিক ৭ মিটার কম। 

এদিকে কৈলাশহর থেকে মনু নদের পানি নেমে সোজা প্রবেশ করছে সিলেটের মৌলভীবাজার জেলায়। মনু নদীর মৌলভীবাজার অংশে প্রায় সব পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। বুধবার সারাদিন তেমন বৃষ্টিপাত না হলেও পানি বৃদ্ধি হ্রাস পায়নি। বরং, সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে পানি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত মনুর কৈলাশহর বা উজানের অংশ থেকে আসা পানির কারণে মনু নদী উত্তাল হয়ে উঠেছে। 

কৈলাশহরের ওয়াটার রিসোর্স সাবডিবিশন-২ এর তথ্যে আরও দেখা যায়, কৈলাশহরে মনু নদে পানি এখন কমতির দিকে আছে। সময়ের সাথে সাথে কমছে সেখানকার পানি। যদিও, আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় আবারও বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন স্থানীয়রা। 

বুধবার (০৩ জুলাই) দুপুর বারোটার দিকে মনুর কৈলাশহর অংশে ২২ দশমিক ৫০ মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বিকেল হতে হতে পানি কমে এসেছে প্রায় শূন্য দশমিক ৭ মিটার। বর্তমানে ২২ দশমিক ৪৩ মিটার উচ্চতা দিয়ে কৈলাশহরে মনুর পানি প্রবাহিত হচ্ছে। 

ভারতের কৈলাশহর থেকে সাংবাদিক বিশ্বরূপ গোস্বামী বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে জানান, সকাল থেকে সেখানকার আবহওয়া ছিলো রৌদ্রোজ্জ্বল। তবে বিকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। 

তিনি জানান, গতকাল মঙ্গলবার (২ জুলাই) কৈলাশহরে মনু নদীর পানি ক্রিটিকাল লেভেলের কাছাকাছি ছিলো। সেখানে বেশকিছু এলাকা প্লাবিত হয়। প্রায় ৪০টি পরিবার ক্যাম্পে আশ্রয় নেয়। তবে আজ বুধবার পানি কমতে থাকে।

বিশ্বরূপ গোস্বামী বলেন, আজকের মেঘাচ্ছন্ন আকাশ কোনদিকে নিয়ে যাবে বুঝা যাচ্ছে না। 

উল্লেখ্য, মৌলভীবাজারে মনু নদের পানি বেড়ে উপচে পড়া পানিতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। কিছু জায়গায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুর্ভোগ বাড়িয়েছে সাধারণ মানুষের। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৩ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন দ্বিতীয় দফার এই বন্যায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়