Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ৭ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

নবনির্মিত এ ভবনের মাধ্যমে উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়