Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

আহমেদ ফারুক মিল্লাদ

প্রকাশিত: ১৬:১৭, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ১৬:৫০, ২৫ এপ্রিল ২০২২

দুই টাকায় ইফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ পড়ুয়া শিক্ষাথীদের গড়ে তোলা সংগঠন ’ দি হেল্পিং উইং’ এর দুই টাকার ইফতার চাঞ্চল্য সৃষ্টি করেছে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।

নিজেদের পকেট খরচের টাকায় এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের হাতে গড়া ‘দি হে্ল্পিং উইং’ নামের একটি সামাজিক সংগঠন গত দুটি বছর করোনা মহামারীতে মানুষের পাশে দাড়িয়ে কুড়িয়েছিলো প্রশংসা। মাত্র দুই টাকায় দুপুরের খাবার আর দুই টাকা স্বারক্ষে দুটি রিক্সা বিতরনের পর এবারের রমজানে প্রতিদিন তাদের উদ্দোগে দুই টাকার ইফতার চাঞ্চল্য তৈরী করেছে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।

পাশে থাকুন আমাদের। আলো আসুক আমাদের সবার হাত ধরে- এই শ্লোগানকে বুকে লালন করে ২০২০ সালে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থীরা নিজেদের পকেট খরচের টাকায় সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য করার মনোব্রত নিয়ে গড়ে তোলে দি হেল্পিং উইং’ নামের এই সামজিক সংগঠন। শুরুতে নিজেদের পকেট খরচের টাকা ও বাবা মায়ের কাছ থেকে টাকা এনে করোনাকালীন স্বল্প পরিসরে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করে তাদের যাত্রা শুরু করে  সুবিধাবঞ্চিতদের মাঝে। তারপর থেকে বিভিন্ন জায়গায় একের পর এক সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।  

এদিকে রমজান মাসের শুরু থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রত্যন্ত এলাকায় গ্রাম গঞ্জে হাটবাজারে প্রতিদিন সুবিধাবঞ্চিত নানা পেশার মানুষদের মাঝে মাত্র দুই টাকা শুভেচ্ছা মূল্যে সংগঠন থেকে তুলে দিচ্ছেন রকমারী ইফতার সামগ্রীর প্যাকেট।  

এদিকে সেই ধারাবাহিকতায় রোজার প্রথম দিন থেকে প্রতিদিন কোথায় না কোথায় বিতরন করা হয় দুই টাকার ইফতার। শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে ’দি হেল্পিং উইং’ তাদের ধারাবাহিক ইফতার বিতরনে ২১ তম দিন কথা হয় তাদের সাথে। তাদের এই উদ্দোগ এবং সেখানে ইফতারী নিতে আসা সমাজের সুবিধাবঞ্চিত শিশু থেকে বয়স্কদের মাঝে ছিলো এক ধরনের পরিতৃপ্তি। মাত্র দুই টাকার শুভেচ্ছা মূল্যে তাদের এই বিশাল ইফতার আয়োজন। এক একটি প্যাকেটে ছিলো আখনী, পিয়াজু, ছোলাসহ হরেক রকম আইটেম সাথে এক বোতল মিনারেল পানীয়। 

এদিকে সমাজের সুবিধাবঞ্চিত অনেক মানুষ আছেন যারা আত্নসম্মান বোধ থেকে অনেক সময় অভাব থাকলেও বিনামূল্যে কোন কিছু নিতে চাননা। কিন্ত হেল্পিং উইং এর সদস্যরা সেই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দিতে চান নুন্যতম মূল্যে। এতে করে তাদের লক্ষ্য মানুষের কল্যান এবং যারা সুবিধা নিচ্ছেন তাদের আত্নসম্মান বোধ বজায় রাখা।  

এদিকে কেন দুই টাকা শুভেচ্ছা মূল্যে এই ইফতারীর আয়োজন। সে বিষয়ে দি হেল্পিং উইং এর অন্যতম উদ্দোক্তা ও সমন্বয়ক উদ্দোক্তা ফারহান হোসেন চৌধুরী জানান, বিশেষ দিনগুলোতে একদিনের জন্য বিনামূল্যে সুবিধাবঞ্চিতদের মাঝে অনেকে নানা ধরনের থাদ্য সামগ্রী বিতরন করে। কিন্তু অনেকে আত্ন সম্মানবোধ থেকে এসব সামগ্রী বিনামূল্যে নিতে চায়না। তাই সুবিধা বঞ্চিত এসব মানুষদের আত্ন সম্মানবোধকে মূল্য দিয়ে এবং বিত্তবানদের মাঝে একটা সেতুবন্ধন তৈরী করতে তারা মাত্র দুই টাকা শুভেচ্ছা মূল্যে রমজান মাসে যে ইফতার প্যাকেট তাদের হাতে তুলে দিচ্ছেন সেটার বাজার মুল্য ৭০ থেকে ৮০ টাকা। কিন্তু মাত্র দুই টাকায় তারা দুই টাকায় এসব মানুষদের হাতে তুলে দিতে পেরে তারাও খুশী।

এদিকে হেল্পিং উইং এর এসব শিক্ষার্থীরা কেউ কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী আবার কেউবা অর্নাস প্রথম বর্ষ,  দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত। অনেকে আবার আপন ভাই বোন চাচাতো ভাই বোন। এই বয়সে তাদের এমন মহতি উদ্দোগ, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ভালো  কিছু করার প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সুশীল সমাজের কাছেও। এদিকে  দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, ছিন্নমূল মানুষের মাঝে মাত্র দুই টাকা শুভেচ্ছা মূল্যে ইফতার বিতরন। সেটা নিসন্দেহে একটি মহতি উদ্দোগ।

অনেক নামীদামী সংগঠন সমাজে আছে কিন্তু এই তরুনরা যেটি করছে সেটা ভবিষ্যতের জন্য অনুকরনীয়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুরো রমজান মাস জুড়ে ইতোমধ্যে এই সংগঠন কয়েক হাজার মানুষকে মাত্র দুই টাকায় ইফতার দিয়েছে। শুভেচ্ছা মূল্য দুই টাকা হয়তো ইফতারের প্যাকেটের  পরিমানে কিছু নয় কিন্তু সেটি একটি উজ্জ্বল দৃষ্ঠান্ত। আর সংগঠনের অন্যতম কর্ণদার নাদের হোসেন চৌধুরী বলেন, সবার সহযোগীতা পেলে ‘দি হেল্পিং উইং’ জেলার গন্ডি পেরিয়ে সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চায়।   

আইনিউজ/আহমেদ ফারুক/এমজিএম

 

আইনিউজ ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ