Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মো. কাওছার ইকবাল

প্রকাশিত: ১৩:১৭, ৩০ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক `আড্ডা` অনুষ্ঠিত 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলাপচারিতা নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় 'আড্ডা'। আর এ আড্ডা'র মূল ব্যক্তিত্ব ছিলেন বা যাদেরকে ঘিরে এই আয়োজন তারা হলেন, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান ও সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদ।

লেখক ও গবেষক আকমল হোসেন নিপুর সঞ্চালনায় এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আবদুল আহাদের সভাপতিত্বে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডাটি ছিলো অত্যন্ত প্রাণবন্ত। 

মৌলভীবাজার থেকে প্রকাশিত শিল্প-সাহিত্যের ছোটকাগজ 'ফসল' এর সম্পাদক ও প্রাবন্ধিক মো. আব্দুল খালিকের আয়োজনে অনুষ্ঠিত 'আড্ডা'য় অতিথি ছাড়াও বেশ কয়েকজন লেখক, গবেষক, শিক্ষাবিদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। 

আড্ডায় অংশগ্রহণ করেন মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ,  গবেষক আহমদ সিরাজ, রাজনগর সরকারি কলেজের প্রভাষক তাসলিমা আকতার, প্রফেসর সৈয়দ মুজিব, বিএএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, কবি ও সম্পাদক মুজাহিদ আহমদ, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রকৃতিবিদ নুরুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, অঙ্কন প্রকাশনীর কর্ণধার মহিদুর রহমান প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়