আবুল হায়দার তরিক, কুলাউড়া থেকে
আপডেট: ২২:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪
সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হলো রাউৎগাঁওয়ে
সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। ছবি : আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও শহীদ সফি আহমদ একাডেমিতে ১২৩ সিসিমপুর এর বিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠান ‘আমাদের বিদ্যালয়’-এর স্টেজ শো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হয়ে তাদের কার্টুন চরিত্রের গানের সাথে নাচ করে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ সফি আহমদ একাডেমির সহ-সভাপতি মো. হাসনু মিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ মোজাম্মেল হোসেন রায়হানের সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা চৌধুরী পপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এখলাছুর রহমান, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, ইউএসএআইডি সিসিমপুর প্রকল্পের সমন্বয়ক মোহাম্মদ জিল্লুর রহমান, কুলাউড়া উপজেলা শিক্ষা সমন্বয়ক মাহবুবুল আলম, রবিরবাজার কমার্শিয়াল ব্যাংকের ইনচার্জ নেছার আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে সিসিমপুর প্রকল্পের প্রধান চারটি চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হয় স্টেজ শোতে। এসময় সিসিমপুর কার্টুনের গানের তালে তালে তারা নৃত্য করে, বইপড়া, গবেষণা করা, হালুমের মাছ ও সবজি খাওয়াসহ বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী তুলে ধরা হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’