নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:২৯, ১৭ এপ্রিল ২০২৪
তৃতীয় ধাপে কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন আগামী ২৯ মে
কমলগঞ্জ-শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচন আগামী ২৯ মে।
তৃতীয় ধাপে আগামী ২৯ মে ১১২টি উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা।
বুধবার (১৭ এপ্রিল) তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসময় তৃতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে তার তালিকা প্রকাশ করে কমিশন।
দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে এবার চার ধাপে নির্বাচন উপযোগী ৪৮৫টিতে ভোট হবে, পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।
তৃতীয় ধাপে ১১২টি উপজেলার মধ্যে ২১টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৯১টি উপজেলার ভোট হবে কাগজের ব্যালটে। এ নিয়ে তিন ধাপে ৪২২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো।দ
তৃতীয় ধাপে সিলেটে যেসব উপজেলায় নির্বাচন হবে-
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার; সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ।
এবছর চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ টি উপজেলার নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের নির্বাচনে অংশ নেবেন মৌলভীবাজারের ৩ উজেলার ভোটার ও প্রার্থীরা। ইতিমধ্যে, নির্বাচনে লড়তে ৩ উপজেলা থেকে মোট ৩৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা দেয়ার শেষদিন ছিল। মনোনয়ন দাখিলের নির্ধারিত সময় শেষে জানা যায়, মৌলভীবাজারের ৩টি উপজেলা থেকে ৩৭ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে জুড়ী উপজেলায় ১৭ জন, কুলাউড়া উপজেলায় ১১ জন এবং বড়লেখা উপজেলায় ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’