Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪৬, ৩০ মে ২০২৪

মৌলভীবাজারে উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত জানা যাবে ৫ জুন 

পুরোনো ছবি

পুরোনো ছবি

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবার কথা থাকলেও মামলা জটিলতায় স্থগিত রয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন। তবে, আগামী ৫ জুন মৌলভীবাজার উপজেলা নির্বাচন বিষয়ে রায় দেবে উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) আদালতে এ বিষয়ে দীর্ঘ শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে গত ১৯ মে রাতে মৌলভীবাজার সদর উপজেলায় সকল পদে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী। 

বিজ্ঞপ্তিতে লিখা হয়- ‘সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগের আদেশ প্রতিপালন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ 

এর আগের সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন সাতদিনের জন্য স্থিতাবস্থা জারি করেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গেল ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন হবার কথা ছিল। তবে, আদালতের স্থগিতাদেশ থাকায় সদর উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়