Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৪, ১৮ জুলাই ২০২৪

নতুন প্রজন্মের কোটা আন্দোলনকারীদের ভূমিকায় মুক্তিযোদ্ধাদের কষ্ট

মৌলভীবাজারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ছবি- আই নিউজ

নতুন প্রজন্মের কোটা আন্দোলনকারীদের ভূমিকায় অবাক হয়েছে মুক্তিযোদ্ধারা। যে দেশ তারা স্বাধীন করেছিলেন প্রাণ হাতে নিয়ে, সেই দেশে আজ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে বলে দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা বলেন- ‘আমরা ১৯৭১ সালে রক্ত দিয়েছি। অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানি আর্মি ও তাদের দোসর রাজাকারদের পরাজিত করে দেশ স্বাধীন করেছি। আজ এই প্রজন্মের কেউ কেউ বলছে তারা রাজাকার। এটা জাতির জন্য কলঙ্কের, বেদনার, ঘৃণার, অপমানের। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তরুণদের অবস্থান  বেদনাদায়ক।’   

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তরুণদের অবস্থানের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

দুপুরে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভা করেন। 

সেখানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার দে, মেয়র ফজলুর রহমান এবং বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন- ‘ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন না হলে বাংলাদেশের মানুষ পরাধীন থাকতো। কোনো অধিকারই থাকতো। যাদের রক্তের বিনিময়ে আমরা একটি মানচিত্র পেয়েছি সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাদের সন্তানেরা। নিজেদের রাজাকার বলেছে। এরচেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ