Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৪

‘জামায়াত ক্ষমতায় গেলে বৈষম্য ঘুষ চাঁদাবাজি থাকবে না’

রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ।

রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানে চাঁদাবাজি করা নয়। রাজনীতি হচ্ছে মানুষের মুক্তির জন্য। রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য, রাজনীতি দখল দারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, দুর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে সকল সময় কাজ করে।

মেধাবীরা চাকরি পায় নাই, দলের নেতারা শুধু চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও সিলেট আঞ্চলিক টিম সদস্য আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েব আমীর মাওলানা দেলোয়ার হোসেন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বন্যায়  ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে  বলেন, গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই। মেধাবীরা চাকরি পায় নাই, দলের নেতারা শুধু চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোন বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক, মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।

অনুষ্ঠানে ৩৬টি পরিবারকে ৭১ বান ঢেউটিন, ঘরের খুঁটিসহ ২০ লক্ষ টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়