Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬,   পৌষ ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৮, ৩ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে মনোনয়ন যাচাই: বৈধ ৭ জন, বাতিল ২

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

যাচাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গ্রহণ করা হয়েছে এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া (মধু) জামায়াতে ইসলামীর মো. আব্দুল রব, এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আবুল হোসেন এবং জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।

অপরদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মো. জালাল উদ্দিন আহমেদ (জিপু) ও মো. মুঈদ আশিক চিশতী।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নির্বাচনী প্রতিযোগিতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়