Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬,   পৌষ ২২ ১৪৩২

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:৫৪, ৩ জানুয়ারি ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা

বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা। ছবি: আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা। ছবি: আই নিউজ

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভার আয়োজন করে নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটি।

নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটির সদস্যসচিব ও মৃৎনাট্যের সিইও শাহীন ইকবালের সঞ্চালনায় এবং আহ্বায়ক এম খছরু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন এবং সিলেট মুরারীচাঁদ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সমরু, সজল চক্রবর্তী, সাংবাদিক সরোয়ার আহমদ, ডা. এম এ আহাদ, পরিবেশকর্মী অধ্যক্ষ মো. ইকবাল, নাট্যজন খালেদ চৌধুরী, আহসান উদ্দিন সুইট, অ্যাডভোকেট কৃষ্ণপদ দেব, কবি মহিদুর রহমান, কবি মুজাহিদুর রহমান, কবি অসিত দেব, শিক্ষক আবুল কালাম আজাদ, পুলক কান্তি ধর, শিক্ষিকা তাসনিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ কামাল আহমদ, অধ্যক্ষ তোফায়েল আহমদ, সাংস্কৃতিক কর্মী নাজিকুল ইসলাম ভূইয়া রানা, সৈয়দ সেলিম, ছাত্রনেতা তানজিয়া শিশির, রাজিব সূত্রধর, জ্যোতিষ মোহান্ত প্রমুখ।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা তাঁর বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধে অবদানের স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের প্রকৃত স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়