কমলগঞ্জ প্রতিনিধি
কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়
কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার শ্রীনাথপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য।
মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশায়েদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পারভীন সুলতানার পেশাগত সততা, নিষ্ঠা ও শিক্ষার প্রতি তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
ইএন/এসইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























