Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৫ ১৪৩২

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৭ জানুয়ারি ২০২৬

বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের বর্ণাঢ্য ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে। বুধবার বিকেল চারটায় ছিল তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় আবেগঘন বিদায় সংবর্ধনা।

বিদায় সংবর্ধনার শেষ পর্বে রঙ-বেরঙের কাঁচা ফুলে সাজানো একটি প্রাইভেট কারে তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান অতিথিবৃন্দ, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় বিদ্যালয় ক্যাম্পাসে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. রাশেদুজ্জামান বিন হাফিজের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক প্রজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ। বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করে শোনান দশম শ্রেণির ছাত্রী পলি বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস, সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা দাস, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল আলম রাসেল, অভিভাবক সদস্য জসীম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মুহিবুর রহমান ও সরফ উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান, শিক্ষার্থী মুহিদুর রহমান রাফি, মাহবুবা আক্তার, তাওহিদা জান্নাতসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়