কমলগঞ্জ প্রতিনিধি
সফলভাবে সম্পন্ন রাজকান্দি হিল ম্যারাথন
পাহাড়ি রোমাঞ্চে মেতে উঠলেন চার শতাধিক দৌড়বিদ
প্রতিযোগিতা শেষে এক নারী বিজয়ী পুরস্কার নিচ্ছেন। ছবি: আই নিউজ
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ি পথের দুর্গমতাকে সঙ্গী করে মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে রাজকান্দি হিল ম্যারাথন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় আয়োজিত ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মঈন উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, মিডিয়া ম্যানেজার আসিফ ইবনে জামান, কমলগঞ্জ রানার্সের এডমিন এবাদুর রহমানসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি পথ, চা-বাগানের আঁকাবাঁকা ট্রেইল ও সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে দৌড়বিদদের অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং। তারা বলেন, এই ম্যারাথন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি ছিল প্রকৃতিপ্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের এক মিলনমেলা।
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শুভ আফ্রিদী বলেন, “আমি আগেও বেশ কয়েকবার ম্যারাথনে অংশ নিয়েছি, তবে পাহাড়ি পথে এই প্রথম। উঁচু-নিচু রাস্তা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। স্বাস্থ্যই সকল সুখের মূল, সুস্থ থাকতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই। এক কথায়, দৌড়ের ওপর কোনো ওষুধ নেই।”
রেস ডিরেক্টর মো. জাকির হোসাইন বলেন, “প্রতি বছর নতুন ও আরও চ্যালেঞ্জিং রুটে দৌড় আয়োজনের চেষ্টা থাকে আমাদের। আল্ট্রা ম্যারাথনপ্রেমীরা সারা বছর এই ইভেন্টকে লক্ষ্য রেখে নিজেদের প্রস্তুত করেন। পাহাড়ি পথে নিজেদের সক্ষমতা যাচাইয়ের এই সুযোগ গ্রহণ করায় সবাইকে ধন্যবাদ। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখতে চাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “দেশজুড়ে বিভিন্ন দূরত্বের দৌড় প্রতিযোগিতা স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে নীরব এক বিপ্লব ঘটাচ্ছে। কমলগঞ্জের মতো পাহাড়ি উপজেলায় এত বিপুল সংখ্যক দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে অভূতপূর্ব। দৌড় হোক সব বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য গড়ার একটি শক্তিশালী মাধ্যম।”
প্রতিযোগিতা শেষে পুরুষ ও নারী উভয় বিভাগে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























